প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫
ডায়ালসিলেট ডেস্ক:‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কর্মচারী লীগের (সিবিএ) সাধারণ সম্পাদক আব্দুস সোবহানকে শোকজ করা হয়েছে। বদলি করা হয়েছে আরও দুই নেতাকে। গ্যাস ফিল্ডের মহাব্যবস্থাপক (প্রশাসন) ফরিদুল হুদার সই করা অফিস আদেশে এ শোকজ ও বদলি করা হয়।
বৃহস্পতিবার সিলেট গ্যাস ফিল্ডস প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে বিভিন্ন দপ্তরের ১১ কর্মকর্তা-কর্মচারীর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনায় শ্রমিকদের পক্ষে বক্তব্য দেন কর্মচারী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক উসমানী আলী। আব্দুস সোবহান তার বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেন। তাৎক্ষণিক বিষয়টি নিয়ে কেউ প্রতিবাদ না করলেও পরদিন শুক্রবার সোবহানকে শোকজ নোটিশ দেওয়া হয়। দু’দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
অন্যদিকে, শনিবার বদলি করা হয়েছে কর্মচারী লীগের (সিবিএ) প্রচার সম্পাদক জুনিয়র কম্পিউটার অপারেটর নাজমুল ইসলাম এবং সিবিএ নেতা জুনিয়র কম্পিউটার অপারেটর মঞ্জুর আহমদকে। এদের মধ্যে নাজমুলকে রশিদপুর গ্যাস ফিল্ডে ও মঞ্জুরকে বিয়ানীবাজার ফিল্ডে বদলি করা হয়। তারা সিবিএ নেতা আব্দুস সোবহানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
গত বৃহস্পতিবার মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) পান্না লাল ধরের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রেজাউল ইসলাম।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech