১৯ বছরে হেনস্তার শিকার

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

১৯ বছরে হেনস্তার শিকার

বিনোদন ডেস্ক :বলিউডে এক সময় চুটিয়ে কাজ করেছেন। তারপর হলিউডে পাড়ি দিয়েছেন প্রিয়াংকা চোপড়া। সেখানেও গান, ছোট পর্দা, সিরিজ ও সিনেমায় কাজের পাশাপাশি রিয়্যালিটি শোয়ে যোগ দিয়েছেন অভিনেত্রী। ‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স’ এবং সাম্প্রতিক সিরিজ ‘সিটাডেল’- হলিউডের প্রতিটি কাজে প্রশংসা কুড়িয়েছেন প্রিয়াংকা। তবে দীর্ঘ কর্মজীবনে নানা কুপ্রস্তাবের মুখেও পড়তে হয়েছে তাকে। অভিযোগ উঠেছে ক্যারিয়ারের শুরুতে কাজ দেয়ার নামে প্রিয়াংকার অন্তর্বাস দেখতে চান পরিচালক। ঘটনাটি ২০০২-২০০৩ সালের দিকের। তখন অভিনেত্রীর বয়স মাত্র ১৯। প্রিয়াংকা বলেন, একটি সিনেমায় আন্ডারকভার এজেন্টের চরিত্রে অভিনয় করছিলাম। ছবিতে পোশাক পরিবর্তনের একটি দৃশ্য ছিল। সেখানে বেশ কয়েকটা পোশাক পরতে চেয়েছিলাম আমি। কিন্তু পরিচালক নারাজ। তিনি বলেন, তোমার অন্তর্বাস দেখাতে হবে। না হলে কেউ ছবিটা দেখতে আসবে না। সামনের সিটে বসে থাকা দর্শকও দেখতে চাইবে না। যে ভাষা ও ভঙ্গিতে পরিচালক কথাগুলো বলেন তাতে অভিনেত্রী স্তব্ধ হয়ে যান। আর এক বা দু’বার নয়, প্রায় চার বার অন্তর্বাস দেখানোর কথা বলেন। মাত্র দু’দিন কাজ করেই সেই ছবি থেকে বেরিয়ে যান প্রিয়াংকা। বাড়ি ফিরে এই ঘটনা বাবা অশোক চোপড়াকে বলেন। তৎক্ষণাৎ আগাম পারিশ্রমিক ফেরত দেয়ার উপদেশ দেন অভিনেত্রীর বাবা। এরপর ভেবেছিলেন, এসব হেনস্তা আর সইবেন না। কখনোই সিনেমা করবেন না। কারণ, তিনি এসব ঘটনার সম্মুখীন হতে চান না। কিন্তু শেষমেশ হাল ছাড়েননি। এমনকি নিজের আলাদা একটা পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছেন।

0Shares