প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫
ডায়ালসিলেট ডেস্ক :: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেফতার করেছে পুলিশ। তার গ্রেফতারের পর সাজ্জাদের স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে সাজ্জাদকে ছাড়িয়ে আনার ঘোষণা দেন স্ত্রী তামান্না শারমিন
আজ রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এ কথা বলেন।
তামান্না শারমিন বলেন, আমরা কাড়ি কাড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে, তাদের ছাড় দেওয়া হবে না, মাথায় রেখো। এত দিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা। এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে। তখন খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছ তোমরা, শেষ করব আমরা।
তিনি আরো বলেন, আপনারা যারা ভাবছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে, আর কোনো দিন বের হবে না। তাদের জন্য এক বালতি সমবেদনা। হ্যাঁ, আমার জামাই গতকাল রাতে অ্যারেস্ট হয়েছে, এটা নিয়ে এত উল্লাস করার কিছু নেই। মামলা যখন আছে তখন অ্যারেস্ট হবেই। এগুলো নিয়ে এত টেনশন করে, দুঃখ প্রকাশ করে, কান্নাকাটি করার কিছুই নাই। আগামী ১২ দিনের মধ্যেই সাজ্জাদ জামিন পাবেন জানিয়ে তার স্ত্রী বলেন, ‘সবাই যারা আমার স্বামী সাজ্জাদের সাপোর্টার আছ, আমার জামাইয়ের জন্য দোয়া করবা, যাতে ১০-১২ দিনের মধ্যেই জামিন করায় ফেলতে পারি। ধন্যবাদ।
এদিকে চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত থাকা শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে আজ ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে তাকে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) একটি বিশেষ টিম গ্রেপ্তার করে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech