প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: বাংলাদেশ খেলাফত মজলিস বলেছে, ভারতের নাগপুরে সম্রাট আওরঙ্গজেবের সমাধিকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। উগ্র হিন্দুত্ববাদী বিজিপি সরকারের অব্যাহত ষড়যন্ত্রের ধারাবাহিকতায় এই ঐতিহ্যবাহী স্থানটির অবমাননা এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুতর আঘাত হেনেছে।আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
মঙ্গলবার (১৮ মার্চ) এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, বাংলাদেশের পক্ষ থেকে সরকারিভাবে এই ঘটনার নিন্দা এবং একই সঙ্গে ভারতের সরকারকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে দোষীদের বিচারের আওতায় আনতে বলুন।
ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনাগুলোর মর্যাদা রক্ষা করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব উল্লেখ করে নেতারা বলেন, সম্প্রতি ভারতে মুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের নির্যাতনের ঘটনা ঘটছে, যা মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট উদাহরণ। বিশেষত, মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তৃতা, সামাজিক ও অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করার প্রচেষ্টা এবং শারীরিক আক্রমণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। কিছু নির্দিষ্ট অঞ্চলে মুসলমানদের ওপর হামলা, ধর্মীয় স্থাপনার অবমাননা এবং নাগরিক অধিকার হরণের মতো ঘটনাগুলো ক্রমেই বেড়ে চলেছে।আমরা এই ধরনের অন্যায় আচরণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই।
বিবৃতিতে তারা বলেন, ভারত এই অঞ্চলে ইসরাইলের ভূমিকায় অবতীর্ণ। কাশ্মীর, মনিপুরসহ বিভিন্ন প্রবিন্সে তারা অবহেলিত স্বাধীনতাকামীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গণহত্যাসহ খুন-ধর্ষণ-লুটপাট চালিয়ে যাচ্ছে।
নেতারা আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ভারতের রাষ্ট্রিয় সাম্প্রদায়িক ভূমিকার নিন্দা করা এবং জাতিসংঘের মাধ্যমে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সব ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech