জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ ইন্তেকাল করেছেন

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

 

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

বুধবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের কাউলিবেড়া গ্রামের সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী মাহবুব উল্লাহ ও মাতা কাজী জেবুন্নেসা বেগম।

 

0Shares