প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: ৩০ মার্চ মুক্তি পেতে চলেছে বলিউড ভাইজান সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দর’। ইদের আগের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এ আর মুরুগাদোস পরিচালিত এই বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী সিনেমাটি। মুক্তির মাত্র এক সপ্তাহ আগে প্রকাশ্যে এসেছে সিনেমার ট্রেলার, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাসের সঞ্চার করেছে।
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের পরে বর্তমানে ছুটি কাটাচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। মুম্বাইয়ের একটি প্রাইভেট টার্মিনালে দেখা গেছে তাকে। তবে তিনি একা ছিলেন না—সঙ্গে ছিলেন তার বহুদিনের ঘনিষ্ঠ বান্ধবী ইউলিয়া ভান্তুর। তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চললেও সালমান এ নিয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেননি। তবে এবার প্রাইভেট টার্মিনালে একসঙ্গে উপস্থিত হয়ে পাপারাজ্জিদের দিকে পোজ দিয়ে যেন তিনি সেই গুঞ্জনে আরও ইন্ধন জোগালেন।
সালমানের ছুটি কাটানোর গন্তব্য ঠিক কোথায়, তা এখনও প্রকাশ করা হয়নি। নিরাপত্তার কারণে জায়গাটি গোপন রেখেছে তার টিম। পাপারাজ্জিরা যেসব ছবি ও ভিডিও ধারণ করেছেন তাতে দেখা যায়, ভাইজানের পরনে ছিল নীল টি-শার্ট এবং কালো জিন্স, মুখে ছিল চিরচেনা হাসি, আর ছিল তার স্বভাবসুলভ স্টাইল। সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছাও জানান তিনি। ইউলিয়াকেও বেশ উচ্ছ্বসিত লেগেছে।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই সালমান খান ও ইউলিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে বলিউডে ব্যাপক গুঞ্জন চলছে। যদিও দু’জনের কেউই সম্পর্কের ব্যাপারে মুখ খোলেননি। একবার ভিডিও কলে কথা বলার সময় সালমানকে ইউলিয়া পিছন থেকে জড়িয়ে ধরলে সেই মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও গাঢ় হয়েছে। ইউলিয়া একজন পেশাদার গায়িকা এবং সালমান খানের ছবির জন্য গানও গেয়েছেন।
দীর্ঘ এক বছর ধরে ‘সিকান্দর’ সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন সালমান। অবশেষে সেই কাজ শেষ করে এখন তিনি ছুটি উপভোগ করছেন। সিনেমার ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। ‘সিকান্দর’-এ এক নতুন সালমান খানকে দর্শকরা আবিষ্কার করবেন বলে ধারণা করা হচ্ছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech