প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: সুনামগঞ্জের তাহিরপুরে ছাত্রদল সভাপতিকে মারধর করার অভিযোগে ছাত্রদলের এক সদস্যকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল ও সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অভিযুক্ত ছাত্রদল সদস্যকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
বহিষ্কৃত ছাত্রদল সদস্যের নাম রাকাব উদ্দিন। তিনি তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য।
মারপিটের শিকার ছাত্রদল সভাপতির নাম শ্যামল। তিনি ওই উপজেলার একই ইউনিয়নের ছাত্রদল সভাপতি।
প্রসঙ্গত, গেল ৩০ মার্চ উপজেলার সুলেমানপুর বাজারে ইউনিয়ন ছাত্রদল সভাপতি শ্যামলকে প্রকাশ্যে মারপিট করে আহত করেন ছাত্রদল সদস্য রাকাব উদ্দিন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech