প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: কোম্পানীগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রে এক পরীক্ষার্থীর উত্তরপত্র ও এমসিকিউ সিট ছিনিয়ে নিয়ে বৃত্ত ভরাটের অভিযোগে ওই কেন্দ্রের সহকারী হল সুপার ও হল গার্ডকে পরীক্ষার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কেন্দ্রের এক পরীক্ষার্থীর থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের হল সুপারসহ অভিযুক্ত সহকারী হল সুপার শাহ কামাল সবুজ ও হল গার্ড নুরুল করিমকে সাময়িকভাবে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ওই ঘটনায় উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বৃহস্পতিবার বাংলা ১ম পত্রের পরীক্ষা চলাকালে সহকারী হল সুপার শিক্ষক সবুজের নির্দেশে হল গার্ড নুরুল করিম পরীক্ষার্থী মোসাম্মদ শানজিদা আফরিনকে বিলম্বে প্রশ্নপত্র ও উত্তরপত্র দেন। ওএমআর সিট দিতে গড়িমসির মধ্যে সময়ক্ষেপণ এবং সময় শেষ হওয়ার আগেই তার কাছ থেকে উত্তরপত্র ছিনিয়ে নেয়। এর প্রতিবাদ করলে সহকারী হল সুপার শাহ কামাল সবুজ অনৈতিকভাবে পরীক্ষার্থী আফরিনের ওএমআর সিটে নিজ ইচ্ছামতো বৃত্ত ভরাট করে জমা দেন। হল রুমের পাশে নিয়ে গালমন্দ, চরমভাবে অপমান অপদস্ত করেন। পরে এ ঘটনায় শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে শানজিদা আফরিন। অভিযুক্ত সহকারী হল সুপার শাহ কামাল সবুজ বামনী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং অপর অভিযুক্ত হল গার্ড নুরুল করিম পেশকারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রাইভেট না পড়ায় এমন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ ওই ছাত্রীর।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech