ডায়াল সিলেট ডেস্ক :: দুই মৌসুম পর ফের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলবেন সাকিব আল হাসান। কিছুদিন আগে তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন।

 

আজ সিপিএলের এক্স পেজ থেকে জানানো হয়েছে, অ্যান্টিগা ও অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলবেন সাকিব।

 

সিপিএলে এখন পর্যন্ত তিনটি দলের হয়ে পাঁচ মৌসুম খেলেছেন সাকিব। ২০১৩ ও ২০১৯ সালে বার্বাডোজ ট্রাইডেন্টস, ২০১৬ ও ২০১৭ সালে জ্যামাইকা তালাওয়াস এবং সর্বশেষ ২০২২ সালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন। দুই মৌসুম পর আবার সিপিএলে দেখা যাবে তাকে।

 

সিপিএলে সব মিলিয়ে ৩৬ ম্যাচ খেলে দুটি হাফ সেঞ্চুরিসহ ৪৪৮ রান করেছেন সাকিব। বল হাতে ওভারপ্রতি ৬.৮২ গড়ে রান দিয়ে নিয়েছেন ৩৭ উইকেট।

 

সর্বশেষ পিএসএলে তিনটি ম্যাচ খেলেছেন সাকিব, উইকেট পেয়েছেন মাত্র একটি। দুই ম্যাচে ব্যাট করতে নেমে দুটিতেই ফিরেছেন শূন্য রানে।

 

সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৪৭ ম্যাচ খেলে ৭৪৩৮ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে শিকার করেন ৪৯৩ উইকেট।

 

সিপিএলের ১৩তম আসর শুরু আগামী ১৪ আগস্ট। উদ্বোধনী ম্যাচেই খেলতে নামবে সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস, প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *