
ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট মহানগরীতে পৃথক দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
গত বুধবার দক্ষিণ সুরমা থানাধীন আল-তকদির আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চার নারী ও তিন পুরুষকে আটক করে ডিবি। আটকরা হলেন- নুপুর আক্তার, রুনা আক্তার, জলি খাতুন, চাম্পা বেগম, শামিম আহমেদ, সাজু মিয়া ও সুজিত দাস।
অপরদিকে একই রাতে কোতোয়ালি থানাধীন ওসমানী মেডিকেল রোডের রজনীগন্ধা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করে ডিবি। তারা হলেন- আমিনুল ইসলাম, বাদশা মিয়া, হোটেল ম্যানেজার ও মর্জিনা আক্তার। এ ঘটনায় কোতোয়ালি থানায় আরেকটি মামলা হয়।