ডায়াল সিলেট ডেস্ক :: ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে নেওয়া ১০ হাজার ২৮০ কোটি টাকার খেলাপি ঋণ আদায় করতে এস আলম গ্রুপের মালিকানাধীন সম্পত্তি, শেয়ার এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

 

অর্থঋণ আদালত-১-এর (অর্থঋণ আদালত) বিচারক মো. হেলাল উদ্দিন বুধবার এই নির্দেশ দেন। গত ২২ জুন খেলাপি ঋণ আদায়ের এই মামলা দায়ের করে ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা।

 

আদালতের আদেশ অনুযায়ী, ঢাকার মতিঝিলে চারতলা একটি বাণিজ্যিক ভবন এবং পাঁচ কাঠা ও নয় দশমিক ৯০ শতাংশ জমি জব্দ করা হয়েছে। এসব সম্পত্তি এস আলম ভেজিটেবল ওয়েল লিমিটেডের চেয়ারম্যান ফারজানা পারভীন ২০২৩ সালের ১৩ আগস্ট কিনেছিলেন।

 

এছাড়া এসএস পাওয়ার লিমিটেডের ৫৮ কোটি টাকার বেশি মূল্যের শেয়ার এবং সোনালী কার্ডো লজিস্টিক লিমিটেডের ১১৭ দশমিক ৭৫ কোটি টাকার শেয়ার স্থগিত করা হয়েছে।

 

এছাড়াও চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ও আলোকডিয়া মৌজায় অবস্থিত ৩১ হাজার ২৫১ দশমিক ৭০ শতাংশ জমি, স্থাপনা, যন্ত্রপাতি, কাঁচামাল এবং অন্যান্য সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

 

মামলার নথি অনুযায়ী, এই সম্পদগুলো এস আলম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এস আলম সিমেন্ট, এস আলম ভেজিটেবল অয়েল এবং সোনালী কার্ডো লজিস্টিক লিমিটেডের।

 

এদিকে গুলশান সার্কেল-১-এর একটি ব্যাংক শাখায় থাকা এসএস পাওয়ার লিমিটেডের তিনটি এমএসএনডি (মাসিক সঞ্চয়) হিসাবও জব্দ করার নির্দেশ দিয়েছেন আদারত। যার মধ্যে রয়েছে- ১০২ দশমিক ৩৯ কোটি টাকা, ৩৫ দশমিক ৮৫ কোটি টাকা এবং ৭৭৮ দশমিক ৩১ টাকা।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *