ডায়াল সিলেট ডেস্ক :: গাজায় এখনো রক্ত ঝড়ছে। টানা ২২ মাস বর্বরতার পর সেই উপত্যকার ওপারেই এবার নজর ইসরাইলের পশ্চিম তীরে। একই দখলনীতির ছায়া বিস্তার করতে চলেছে সেখানেও। আন্তর্জাতিক রাজনৈতিক সমর্থনকে পুঁজি করে পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরাইলের অংশ করে নেওয়ার দাবিতে এখন রীতিমতো শোরগোল পড়ে গেছে তেল আবিবের শাসক শিবিরে। লিকুদ দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ বাড়াচ্ছেন। ঐতিহাসিক মুহূর্তকে কাজে লাগিয়ে দ্রুত পশ্চিম তীর দখলের ঘোষণা দেওয়ার আহ্বান জানান তারা।

 

বৃহস্পতিবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর দল লিকুদ পার্টির ১৪জন মন্ত্রী বুধবার রাতে পশ্চিম তীর দখল করে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার আহ্বান জানিয়েছেন।

 

বার্তাসংস্থাটি বলেছে, নেতানিয়াহুকে এক চিঠির মাধ্যমে অবিলম্বে দখলকৃত পশ্চিম তীর পুরোপুরি ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার দাবি জানিয়েছেন তার নিজ দলের মন্ত্রীরা। বুধবার রাতে এই চিঠিটি নেতানিয়াহুর উদ্দেশ্যে পাঠানো হয় এবং উগ্র-ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সামাজিক মাধ্যমে সেটি প্রকাশ করেন। চিঠিতে বলা হয়, জুলাইয়ের ২৭ তারিখে শেষ হতে যাওয়া পার্লামেন্টের গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই পশ্চিম তীরে সার্বভৌমত্ব ঘোষণা করা হোক।

 

ইসরাইলি এই মন্ত্রীদের দাবি, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত সমর্থন ও সহযোগিতা পাওয়া যাচ্ছে। আর তাই এটিই পশ্চিম তীর দখলের জন্য উপযুক্ত সময়। তবে ইসরাইলের এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে, তুরস্ক-সৌদি আরবসহ একাধিক মুসলিম ও আরব দেশ।

 

 

এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শঙ্কার মধ্যেই ইসরাইলকে বি-২ স্টেলথ বোমারু বিমান ও ‘বাংকার বাস্টার’ বোমা সরবরাহের জন্য মার্কিন কংগ্রেসে একটি দ্বিদলীয় বিল পেশ করা হয়েছে। বিলটি প্রস্তাব করেছেন নিউ জার্সির ডেমোক্রেট প্রতিনিধি জোশ গটহেইমার এবং নিউ ইয়র্কের রিপাবলিকান প্রতিনিধি মাইক ললার।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *