ডায়াল সিলেট ডেস্ক :: শুটিং সেটে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বেশ কিছু দিন ধরে মেয়ে সুহানা খানের সঙ্গে ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। তার মাঝেই খবর পেশিতে চোট পেয়েছেন বাদশা। পরিস্থিতি এতই গুরুতর যে শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়েছে।

 

মুম্বইয়ের স্টুডিয়োতে একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের সময় আঘাত পেয়েছেন তিনি। পেশিতে চোট পেয়েছেন নায়ক। তাই জরুরি চিকিৎসার প্রয়োজন। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ-অকটেন স্টান্ট করার কারণে আঘাত বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, চোটের কারণে অভিনেতাকে তাঁর টিমের সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা তাঁকে কমপক্ষে এক মাস বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ফলে ছবির কাজ জুলাই থেকে অগস্ট মাস পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে।

 

”কিং’ ছবিটি শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত একটি ছবি। এটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। তিনি ‘পাঠান’ এবং ‘ওয়ার’-এর মতো ব্লকবাস্টার ছবির জন্য পরিচিত। এই ছবির হাত ধরেই প্রথমবারের জন্য বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন শাহরুখ কান্তি সুহানা। এই ছবিতে শাহরুখ খান ও সুহানা ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর, আরশাদ ওয়ার্সি এবং জ্যাকি শ্রফ।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *