আন্তর্জাতিক ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!মিয়ানমার জান্তাকে অন্তত সাতটি সামরিক প্রযুক্তির চালান সরবরাহ করেছে ভারতের একটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান।
ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন ওই কোম্পানিটির বিক্রি করা সামরিক সরঞ্জামের মধ্যে উপকূলে নজরদারি চালানোর প্রযুক্তিও রয়েছে।
জাস্টিস ফর মিয়ানমার (জেএফএম) কর্তৃক সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ভারতের বিক্রি করা সরঞ্জামগুলোর মধ্যে আছে ইলেক্ট্রো-অপটিক সিস্টেমস, রাডার ভিডিও এক্সট্রাক্টর রিসিভার, ভিএইচএফ কমিউনিকেশন্স সিস্টেমস, গ্রাফিক্স প্রসেসর, ওয়ার্কস্টেশন হার্ডওয়ার, সার্ভার স্টোরেজ ও ব্যাটারি।
২৭ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চের মধ্যে জয়পুর ও ব্যাঙ্গালুরু থেকে এসব সরঞ্জাম মিয়ানমারে পাঠানো হয়। ভারতীয় কোম্পানিটির সঙ্গে ইসরাইল, ইতালি, সুইডেন, ডেনমার্ক ও ফ্রেঞ্চ-ডাচ কোম্পানির বাণিজ্য রয়েছে।
জেএফএম মুখপাত্র ইয়াদানার মাউং এক বিবৃতিতে বলেন, মিয়ানমারে বিইএল’র এর বাণিজ্যের মাধ্যমে জান্তাতে বৈধতা দিচ্ছে ভারত সরকার। মিয়ানমারের জনগণের বিরুদ্ধে যা ব্যবহার করে ত্রাসের রাজত্ব কায়েম করছে সেনাবাহিনী।

