স্পোর্টস ডেস্ক:ব্যাটিংয়ের ধরন নিয়ে গেল কিছুদিন ধরেই সমালোচনার মুখে ছিলেন তামিম ইকবাল। মন্থর ব্যাটিংয়ের কারণে এই সমালোচনা সইতে হচ্ছিল তাঁকে।
Thank you for reading this post, don't forget to subscribe!অবশেষে যেন নিজের খোলস ছেড়ে বেরিয়ে এলেন তামিম।
আজ মঙ্গলবার সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগ্রাসী ব্যাটিং করছেন এই বাঁহাতি। উইেেকটর চারপাশে খেলছেন দারুণ সব শট। তুলে নিয়েছেন ফিফটি।
তামিমের ৪২ বলে ৫০ রানের ইনিংসে চারের মার ১০টি। স্ট্রাইক রেট ১১৯.০৪।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৬ রান।
রান আউটের শিকার হয়ে ফিরেছেন লিটন দাস (৯) আর নাজমুল হোসেন শান্ত (৬)। ব্যাটিংয়ের ধরন নিয়ে গেল কিছুদিন ধরেই সমালোচনার মুখে ছিলেন তামিম ইকবাল। মন্থর ব্যাটিংয়ের কারণে এই সমালোচনা সইতে হচ্ছিল তাঁকে।
অবশেষে যেন নিজের খোলস ছেড়ে বেরিয়ে এলেন তামিম।
আজ মঙ্গলবার সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগ্রাসী ব্যাটিং করছেন এই বাঁহাতি। উইেেকটর চারপাশে খেলছেন দারুণ সব শট। তুলে নিয়েছেন ফিফটি।
তামিমের ৪২ বলে ৫০ রানের ইনিংসে চারের মার ১০টি। স্ট্রাইক রেট ১১৯.০৪।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৬ রান।
রান আউটের শিকার হয়ে ফিরেছেন লিটন দাস (৯) আর নাজমুল হোসেন শান্ত (৬)।

