মনজু চৌধুরী: কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামের ফাতেমা জান্নাত মৌ (৬) হত্যার রহস্য ৩ মাসেও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। ৯ মার্চ এ হত্যাকান্ডের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
নিহত ফাতেমা জান্নাত মৌ এর বাবা ফরিদ মিয়া ও মা রুবি বেগম বলেন, ঘটনার দিন আসরের নামাজের পর আমাদের মেয়ে মৌ বাড়ির পূর্ব দিকের রাস্তা দিয়ে উত্তর দিকে যায়, যাওয়ার সময় আমাদের ছেলের বউ ও মেয়ে দেখেছে। এরপর আর বাড়িতে আসেনি। সন্ধ্যায় অনেক খোঁজাখুঁজির পর ঘরের পেছনে একটি গর্তের মধ্যে আমাদের মেয়ের ক্ষতবিক্ষত মরদেহ পাই। তাঁরা আরও বলেন, আমরা আমাদের মেয়ে হত্যার বিচার চাই। আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি, আমাদের পরিবারকে নিরাপত্তা দেওয়া হোক।
৯ মার্চ উপজেলার শমশেরনগর ইউনিয়নের খেছুলুটি গ্রামের ফরিদ মিয়ার ৬ বছরের শিশু কন্যা ফাতেমা জান্নাত মৌ নিখোঁজর ২ ঘণ্টা পর গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ ঘরের পেছনে একটি গর্ত থেকে উদ্ধার করে শমশেরনগর ফাঁড়ি পুলিশ। ঘটনার দিন রাতে নিহত শিশুর মা রুবি আক্তার বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলাটি বর্তমানে মৌলভীবাজার পিবিআইতে তদন্তাদীন রয়েছে।

