মঙ্গলবার (১২) সকাল ৮টায় উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার রাতে কোনো যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স অনুমান ৫০ বছর ও মুখে দাঁড়ি আছে। সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, ঘটনাস্থলটি জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির অধীনে। হাইওয়ে থানা পুলিশ সুরতহাল প্রস্তুত করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে মরদেহ পাঠিয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

