ডায়াল সিলেট ডেস্ক :: পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ।
শুক্রবার দুপুরে জেলার শান্তিগঞ্জ উপজেলা সদরস্থ পরিকল্পনামন্ত্রীর হিজল বাড়ীতে সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন তিনি।
এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী তহুর আলীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ৪ আগস্ট সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগদান করে ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে যাত্রা শুরু করেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের ১৪ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবু নঈম শেখকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।

