ডায়াল সিলেট ডেস্ক :: সিলেটে ব্যবসায়িক লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও রিনিউ না করে ব্যবসা পরিচালনার জন্য ৫টি ট্রাভেল এজেন্সিকে জরিমানার করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে মহানগরের তালতলা ভিআইপি সড়কের সুরমা টাওয়ারে জেলা প্রশাসন পরিচালিত এ অভিযানে নেতৃতৃ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া বিনতে সোলায়মান।
জেলা প্রশাসন সূত্র জানায়, এই ৫টি প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ চলে গিয়েছিলো। তারা মেয়াদ রিনিউ না করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাই এই ৫টি প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

