ডায়াল সিলেট ডেস্ক ॥ মাঘের শুরুতে আবারও মৌলভীবাজারে জেঁকে বসেছে শীত। সূর্যের ঝলমল আলোর সাথে জেলা জুড়ে হিমেল হাওয়া বইছে। সোমবার ১৬ জানুয়ারি সকাল ৯ টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.১ ডিগ্রী সেলসিয়াস।
এক সপ্তাহ আগে ৯ জানুয়ারি এ অঞ্চলে তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ১৫ ডিগ্রী সেলসিয়াসে। ঘন কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশ কেটে যাওয়ায় শীতের তীব্রতা আবারও বেড়ে যায়। সেই সাথে বেড়ে যায় হিমেল হাওয়া। শীতের কারণে সময়মত কাজে যোগ দিতে পারছেনা শ্রমজীবি মানুষেরা। সীমাহীন দুর্ভোগে পড়েছেন বোরো চাষী, ছিন্নমূল ও দিনমজুররা। দিনে ও রাতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা বিবলু চন্দ্র জানান, সোমবার সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। পরে উত্তাপ বেড়ে যাওয়ায় সকাল ৯টায় জেলার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.১ ডিগ্রি সেলসিয়াস।

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *