মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার সদর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন মোঃ শরীফ উদ্দিন। এর আগে তিনি হবিগঞ্জের লাখাই উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এক বছরের ও বেশি সময় দায়িত্ব পালন করেন।
মোঃ শরীফ উদ্দিন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৩তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি নেত্রকোনা জেলায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব শুরু করেন। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এবং তৎপরবর্তীকালে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় দায়িত্ব পালন করেন।
তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এসেক্স থেকে অর্থনীতিতে এমএসসি সম্পন্ন করেন। মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান মো: কামাল হোসেন সদর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসা কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মৌলভীবাজার সদর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদর উপজেলার চেয়ারম্যান মো: কামাল হোসেন ।

