ডায়াল সিলেট ডেস্ক ॥ জুড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার দিনভর উপজেলার বিভিন্ন গ্রামে বাড়ী বাড়ী গিয়ে তিনি শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় তার সাথে ছিলেন- জুড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লেমন, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু, যুবলীগ নেতা ফয়সল মাহমুদ, কামরুল হাসান নোমান, ছাত্রলীগ নেতা হুমায়ুন রশীদ রাজি, ফয়সল আহমদ, বেলাল হোসাইন, সাইদুর রহমান, এ আর সাজেদ প্রমুখ।
২০১৫ সাল থেকে প্রতি বছর শীতে নিজস্ব অর্থায়নে জুড়ী-বড়লেখায় কম্বল বিতরণ করে আসছেন জাকির হোসাইন। সেই ধারাবাহিকতায় এ বছর প্রায় ৪ হাজার কম্বল বিতরণ করা হবে।
এক প্রতিক্রিয়ায় এস এম জাকির হোসাইন বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর শীত বেশী। সরকারি বরাদ্দের কম্বল গুলো বিতরণ করা হয় স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে। আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কম্বল নিয়ে মানুষের ঘরে ঘরে যাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় শীতার্তরা শীত থেকে মুক্তি পাবে।

