ডায়াল সিলেট ডেস্ক ॥ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, দেশের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ বইছে। ছিন্নমূল ও অসহায় মানুষ এখন অনেকটা কঠিন সময় পার করছে। শীতে তাদের কষ্ট লাগবে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে। কেননা তাদের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (১৮ জানুয়ারি) কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হাজীপুর সোসাইটি কুলাউড়ার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এমাদুল মান্নান চৌধুরী তারহামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান ও কলেজের অধ্যক্ষ চিন্ময় দে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লীমা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পল্লীমা বিদ্যাপীঠ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ময়না, প্রতিষ্ঠাতা সদস্য ও স্থায়ী পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী এম হাফিজুর রহমান হাফিজ, সহসভাপতি মো. জাহিদ হোসেন জাহিদ, সাধারণ সম্পাদক মো. এরশাদ মনসুর, সহ-সমাজকল্যাণ সম্পাদক আশ্রাফ হোসেন খান মুকুল, শিক্ষা সম্পাদক হাবিবুল ইসলাম রুবেল, পল্লীমা সংসদ সদস্য সমাজকল্যাণ তহবিল সম্পাদক মো. ইদ্রিস আলী ও পল্লীমা সংসদের সমাজকল্যাণ সম্পাদক মীর ওয়াহেদ আলী মিলন।
অতিথি হিসেবে বক্তব্য দেন, কলেজ সাংগঠনিক কমিটির সভাপতি শামসুল হক, সদস্য ছয়ফুল আলম সাইফুল ও প্রভাষক মো. আলাউদ্দিন কবির।
এ ছাড়া এদিন বিকালে তিনি রাউৎগাঁও ইউনিয়নের কৌলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। সেখানে পল্লীমা সংসদ ও হাজীপুর সোসাইটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাজীপুর সোসাইটি কুলাউড়ার আয়োজনে উপজেলার হাজীপুর ও রাউৎগাঁও ইউনিয়নের ৩শ’ অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে এসব শীতবস্ত্র প্রদান করে ঢাকাস্থ ‘পল্লীমা সংসদ’ নামে একটি সামাজিক সংগঠন।

