ডায়াল সিলেট ডেস্ক :: জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য আজ শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট নগরের কমপক্ষে ৮ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এলাকাগুলোর মধ্যে রয়েছে নগরীর ১১ কেভি জালালাবাদ ফিডারের আওতাধীন আম্বরখানা (আংশিক), মনিপুরী বস্তি, ফাজিলচিস্ত, সুবিদ বাজার মিতালী গলি, জালালাবাদ, পীরমহল্লা, পাহাড়িকা ও বাদাম বাগিচা।
বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বলা হয়, মেরামত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
এদিকে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে নগরীর জিন্দাবাজার, মিরের ময়দান, জেলরোড, শাহী ঈদগাহসহ বেশ কিছু এলাকায় লোডশেডিং করা হয়েছে। ৮ ঘণ্টার মধ্যে কমপক্ষে ৩-৪ বার বিদ্যুতের লোডশেডিং করা হয়।
এ বিষয়ে সিলেটের বিদ্যুৎ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদির জানিয়েছেন, নগরীর বিভিন্ন এলাকায় লোডশেডিং চলছে। অন্য কোনো সমস্যা হয়নি।

