ডায়াল সিলেট ডেস্ক ॥ গত কয়েকদিন থেকে তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে। মঙ্গলবার ২৪ জানুয়ারি সকাল ৯টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৭ ডিগ্রী সেলসিয়াস।
Thank you for reading this post, don't forget to subscribe!সকাল থেকেই সূর্যের উজ্জল আলোর মূখ দেখা যায়। গেল এক সপ্তাহের বেশী সময় থেকে এ অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে বিরাজ করছে। যে কারণে মানুষের মধ্যে শীত অনুভ’ত বেশী হচ্ছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা বিবলু চন্দ্র জানান, মঙ্গলবার সকাল ৯ টায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৭ ডিগ্রী সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্র এ ভাবে বাড়তে থাকবে।

