বিনোদন ডেস্ক::ভালোবাসা দিবস উপলক্ষে কবির বকুল এর কথায় প্রকাশ হলো সোমনূর মনির কোনাল ও এস আই সুমনের গান ‘কে আছে তুমি ছাড়া বলো’। সপ্নধরা ও হাউসফুল এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে ও ফেইসবুক পেইজ এ গানটি দেখা যাচ্ছে। গানটির সুর ও সংগীত করেছেন এস আই সুমন নিজেই। গানটিতে মডেল হয়েছেন এস আই সুমন ও কোনাল নিজেই। এ গানটির প্রকাশনা উৎসব সম্প্রতি অনুষ্ঠিত হয় রাজধানীর কাওরানবাজারের একটি রেস্টুরেন্টে। গানটি সম্পর্কে কোনাল বলেন, অসম্ভব সুন্দর মেলোডি রোমান্টিক ধাচের গান এটি, আশা করি সবার ভালো লাগবে। অনেকদিন পর দারুণ সুন্দর একটা গান করতে পেরে আমার অনেক ভালো লাগছে। গান সম্পর্কে এস আই সুমন বলেন, দ্বৈত কণ্ঠে এটা আমার প্রথম মৌলিক গান। সাধারণত আমি ইংলিশ গান ও বাংলা রক , পপ , ফাঙ্ক এই ধরণের গান করে থাকি। এই ধরণের গান করা আমার কাছে একদমই নতগানটির কম্পোজিশনেও একটু ভিন্নতা রাখার চেষ্টা করেছি। গানটি দর্শক শ্রোতারা অনেক উপভোগ করবে বলেই আশা করছি। গানটি এখন বিভিন্ন ইন্টারন্যাশনাল প্লাটফর্ম এও শুনতে পাওয়া যাচ্ছে।
Thank you for reading this post, don't forget to subscribe!ডায়ালসিলেট এম/

