মনজু বিজয় চৌধুরী: সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী শিব চর্তুদর্শী তিথি ও মহা শিবরাত্রীকে কেন্দ্র করে মৌলভীবাজারের বিভিন্ন মন্দির ও বাসাবাড়িতে চলছে বিশেষ পূজা-অর্চনা। ভিড় করছেন ভক্ত ও পূজারীরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ও রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই মৌলভীবাজার কেন্দ্রীয় কালী মন্দিরে দেখা মেলে এমন দৃশ্য।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, মহা শিবরাত্রীর দিনটি তাদের কাছে অতি পবিত্র। তাদের বিশ্বাস শিবের পূজা করলে মিলবে মোক্ষলাভ।

জানা গেছে, এবছর শিব চর্তুদশী তিথি শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৭ মিনিট থেকে রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত থাকবে। তাই এবার দুদিনব্যাপী উদযাপিত হচ্ছে মহা শিবরাত্রী ব্রত।

প্রতি বছর বাংলা বর্ষপঞ্জির ফাল্গুন মাসের চর্তুদশী তিথিকে শিব চর্তুদশী বা মহা শিবরাত্রী বলা হয়। এইদিন সনাতন ধর্মের মানুষজন এই বিশেষ তিথিতে ধ্বংস, প্রলয় ও সংহারের দেবতা দেবাদিদেব মহাদেব তথা শিবের পূজা করেন। হিন্দু নর-নারীরা সারাদিন উপবাস থেকে সন্ধ্যার পর ডাবের জল, বেল, দুধ, দই, ঘি, মধু, পুষ্প, ফল ইত্যাদি নানা দ্রব্য সামগ্রী দিয়ে মহেশ্বর শিবের পূজা করেন।মৌলভীবাজারের কেন্দ্রীয় কালীমন্দিরের পৌরহিত কন্দর্প নারায়ণ চক্রবর্তী জানান, এবছর দুইদিন তিথি থাকায় শনিবার সন্ধ্যায় ও রোববার সকালে হিন্দু নর-নারীরা উপবাস থেকে শিবের আরাধনা করেন। পাশাপাশি অনেকে এইদিন নিজ নিজ গৃহেও এ পূজা করে থাকেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *