করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে।এবার মারা গেছেন ৪০ জন। আর শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৪৫ জন । সুস্থ হয়েছেন ৪০৬ জন।

এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট মারা গেলেন ৬৫০ জন ও সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ১৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮১ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়। নতুন করে মারা যাওয়া ৪০ জনের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ৭ জন। এর আগে বৃহস্পতিবার দেশে করোনায় সংক্রমিত ১ হাজার ৭৬৪ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ২৮ জন। করোনা পরীক্ষা করা হয়।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৫২টি ল্যাবে (পরীক্ষাগার) গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৮৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। সনাক্ত হয়েছেন ২ হাজার ৫৪৫ জন।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *