ডায়াল সিলেট ডেস্ক :: আগামী ৯ মার্চ থেকে সিলেট জেলা ক্রীড়া সংস্থা ভবন প্রাঙ্গণে শুরু হচ্ছে চার দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব। এরই মধ্যে সম্পন্ন হয়েছে আনুসাঙ্গিক বিভিন্ন প্রস্তুতি।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

এদিকে, জাতীয় পিঠা উৎসবের প্রস্তুতির অগ্রগতি নিয়ে গেল শুক্রবার রাতে কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ সিলেট শাখার সভা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হয়েছে।

 

সংগঠনের সিলেট জেলা শাখার আহ্বায়ক আল আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব রজত কান্তি গুপ্তর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সেলিম, যুগ্ম সদস্য সচিব সুকান্ত গুপ্ত, সদস্য উজ্জ্বল দাশ, খোকন ফকির, নাজিকুল রানা, ধ্রুবজ্যোতি দে, আশরাফুল ইসলাম অনি প্রমুখ।

 

সংশ্লিষ্টরা জানান, উৎসবে বাঙালি সংস্কৃতির অন্যতম উপাদান বাহারি পিঠার প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।

 

পিঠা প্রদর্শনী ও বিক্রির জন্যে স্টল নিতে আগ্রহীদেরকে সুকান্ত গুপ্তর সঙ্গে (মোবাইল ফোন নম্বর ০১৭৩৫০২৪২০৫) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *