মনজু বিজয় চৌধুরী॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম ক্যাচমেন্ট এরিয়া ভিত্তিক বিদ্যালয় বহির্ভূত শিশুদের নিয়ে মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডে চালু হওয়া বড়কাপন উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস, ব্যাগ বিতরণ এবং অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৮ মার্চ দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কুলড্রেস ও ব্যাগ তোলে দেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (রেজি নং- মৌলঃ ০৩৮) এর সাধারণ সম্পাদক এ কে অলক।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির স্থানীয় সরকার প্রতিনিধি সাংবাদিক স’লিপক এর সভাপতিত্বে এবং প্রোগ্রাম সুপারভাইজার শংকর বৈদ্য ও বিদ্যালয় শিক্ষক সায়েরা বেগম ইতি’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন প্রেস বাংলা এজেন্সি (পিবিএ) জেলা প্রতিনিধি রুবেল আহমদ, আমরা মাদক নিবারণ করি (আমরা মানিক) উপদেষ্টা শেখ তফাজ্জুল হোসেন তবারক, প্রোগ্রাম সুপারভাইজার বিকাশ চন্দ্র দেবনাথ, ছড়াশিল্পী মিনারা আজমী।
এ সময় উপস্থিত ছিলেন ক্যাম্পেইন কমিটির শিক্ষানুরাগী সদস্য জাকেরা বেগম, ক্বারী তাহির মিয়া তালুকদার, খালেদা আক্তার, আবৃত্তিশিল্পী সাদিয়া জান্নাত নিছা, খোকন মিয়া সহ অভিবাবকবৃন্দ।

