ডায়াল সিলেট ডেস্ক :: মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে সিলেট পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!
একই সময়ে সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে সিলেট পুলিশ লাইন্স প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশে কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম।
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও সিলেট মেট্রোপলিটন পুলিশ মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচিতে পুলিশ কমিশনার পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মু. মাসুদ রানা, উপ-কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, উপ-কমিশনার (প্রসিকিউশন এবং ডিবি) মো. জাহেদ পারভেজ চৌধুরীসহ সকল থানার ওসি, আরআই পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

