এলাকাবাসী সুত্রে জানা যায়, জাকির হোসাইন আগামী মাসে ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার তারিখ ছিল। নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। জাকিরকে হারিয়ে শোকে হতবিহ্বল তার পরিবার।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বরত চিকিৎসক জানান, আশঙ্কাজনক অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। গুরুতর আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব বিন ইসলাম বলেন, মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং নিহতের পরিবার এসে তার মোটরসাইকেল ও মরদেহ নিয়ে গেছেন।
ময়নাতদন্ত হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য আবেদন করেছেন। তাই পরিবারের নিকট দাফনের জন্য লাশ হস্তান্তর করা হয়েছে।