ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ১৪টি সংরক্ষিত আসনে মোট ৮৭ নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

 

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট দেওয়ার মাধ্যমে ১৪ জন সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত করেছেন মাহানগরবাসী।

 

একনজরে সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে ১৪ ওয়ার্ডে নব নির্বাচিত সংরক্ষিত কাউন্সিলররা হলেন :

 

১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর সালমা সুলতানা। তিনি চশমা প্রতীকে নির্বাচন করেছেন।

 

২নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর কুলসুমা বেগম পপি। তিনি হেলিকপ্টার প্রতীকে নির্বাচন করেছেন।

 

৩নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর রেবেকা বেগম রেনু। তিনি আনারস প্রতীকে নির্বাচন করেছেন।

 

৪নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোছা. রুহেনা খানম মুক্তা। তিনি ডলফিন প্রতীকে নির্বাচন করেছেন।

 

৫নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর শাহানা বেগম শানু। তিনি ডলফিন প্রতীকে নির্বাচন করেছেন।

 

৬নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর শাহানারা বেগম। তিনি বই প্রতীকে নির্বাচন করেছেন।

 

৭নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন নার্গিস সুলতানা। তিনি চশমা প্রতীকে নির্বাচন করেছেন।

 

৮নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন শারমিন আকতার রুমি। তিনি আনারস প্রতীকে নির্বাচন করেছেন।

 

৯নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ছমিরন নেছা। তিনি গ্লাস প্রতীকে নির্বাচন করেছেন।

 

১০নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আয়শা খাতুন কলি। তিনি বই প্রতীকে নির্বাচন করেছেন।

 

১১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন সাজেদা বেগম। তিনি চশমা প্রতীকে নির্বাচন করেছেন।

 

১২নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন হাজেরা বেগম। তিনি চশমা প্রতীকে নির্বাচন করেছেন।

 

১৩নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ফাতেমা বেগম। তিনি আপেল প্রতীকে নির্বাচন করেছেন।

 

১৪নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বাবলি আকতার। তিনি ডলফিন প্রতীকে নির্বাচন করেছেন।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *