ডায়াল সিলেট ডেস্ক: সুস্থ ও নিরাপদে থেকে পাঠদান গ্রহণ করুক শিক্ষার্থীরা’ এই স্লোগান নিয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু করেছে মৌলভীবাজার পৌরসভা।
Thank you for reading this post, don't forget to subscribe!সরকারি নির্দেশনা অনুযায়ী রোববার ৯ জুলাই থেকে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হচ্ছে। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শ্রেণী কক্ষে মশার বংশ বিস্তার ঘটেছে।ফলে শিক্ষার্থীদের সুরক্ষায় শ্রেণীকক্ষ এবং এর আশপাশে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ছিটানো হচ্ছে মশা নিধন ঔষুধ।
শনিবার ৮ জুলাই শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ কার্যক্রম শুরু করা হয়। পৌর শহরের প্রতিটি হাইস্কুলের শ্রেণীকক্ষ ও আশপাশের ঝোঁপঝাড়ে মশার ঔষুধ স্প্রে করা হয়েছে।
পর্যায়ক্রমে চলমান কর্মসূচির আওতায় মৌলভীবাজার পৌর এলাকার প্রতিটি প্রাইমারি, হাইস্কুল, মাদরাসা এবং কলেজের শ্রেণীকক্ষ ও আশপাশের ঝোপঝাড় সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান বলেন, সুস্থ ও নিরাপদে থেকে পাঠদান গ্রহণ করুক শিক্ষার্থীরা। এই প্রত্যাশা নিয়ে পৌর এলাকায় মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা পেলে এ কার্যক্রম বাস্তবায়ন হবে আশা করছি।

