আর্ন্তজাতিক ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত বিপুলসংখ্যক মানুষের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। এক গবেষণায় এ আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
Thank you for reading this post, don't forget to subscribe!বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, করোনা আক্রান্ত অনেকের মস্তিষ্কে প্রদাহ, মানসিক ব্যাধি ও প্রলাপের মতো মারাত্মক স্নায়বিক জটিলতা দেখা গেছে।
গত (বুধবার) গবেষণায় এ–সংক্রান্ত তথ্য–উপাত্ত পাওয়ার পর বিজ্ঞানীরা করোনাজনিত মস্তিষ্কে ক্ষয়ক্ষতির ‘সম্ভাব্য তরঙ্গ’ বিষয়ে সতর্ক করেছেন।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) এ–সংক্রান্ত গবেষণায় আক্রান্ত ৪৩ রোগীর মস্তিষ্কের অস্থায়ী কর্মহীনতা, স্ট্রোক কিংবা মস্তিষ্কে আরও গুরুতর সমস্যার উপস্থিতি দেখা গেছে।

