আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের বার্মিংহ্যামে ব্যাপক গোলাগুলিতে নিহত হয়েছেন কমপক্ষে চারজন। আহত হয়েছেন ১৮ জন। তার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। বার্মিংহামের পুলিশ কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড বলেছেন, শনিবার দিনের শেষের দিকে ফাইভ পয়েন্টস সাউথ এলাকায় বেশ কয়েকজন অস্ত্রধারী একদল মানুষের ওপর বেপরোয়া গুলি চালায়। সেখান থেকে পুলিশ দু’জন পুরুষ ও একজন নারীর মৃতদেহ উদ্ধার করেছে। আরও একজন গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে তিনি মারা যান। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ফিটজেরাল্ড বলেছেন, অস্ত্রধারীরা ওই লোকজনের কাছে কিভাবে পৌঁছেছে তা তদন্ত করছেন গোয়েন্দারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্দেহজনক কাউকে গ্রেপ্তার করা হয়নি। উল্লেখ্য, ফাইভ পয়েন্টস সাউথ ডিস্ট্রিক্ট নাইটলাইফ বা নৈশকালীন আনন্দ উৎসবের জন্য বিখ্যাত। সেখানে মঙ্গোলিয়া এভিনিউতে ওই গোলাগুলি হয়েছে। ঘটনার সময় মঙ্গোলিয়া এভিনিউয়ে হুক্কা ও সিগারেট লাউঞ্জের বাইরে লাইনে অবস্থান করছিলেন কিছু মানুষ। তারা বলেছেন, বন্দুকের গুলির শব্দ শুনে মনে হয়েছে এগুলো স্বয়ংক্রিয় অস্ত্র থেকে চালানো হয়েছে। ফিটজেরাল্ড বলেন, ওই এলাকায় আমরা কয়েক ডজন মানুষকে গুলিবিদ্ধ অবস্থায় পেয়েছি। তার মধ্যে কমপক্ষে চারজনের জীবন আশঙ্কাজনক অবস্থায় আছে। গান ভায়োলেন্স আর্কাইভের মতে, এ বছর যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৪০০ এমন গোলাগুলির ঘটনা ঘটেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *