ডায়ালসিলেট::সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন আদর্শ গ্রাম থেকে বিপুল পরিমাণ বিদেশী মদসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।এসময় র্যাব তার কাছ থেকে ৪৬০ বোতল অফিসার চয়েজ উদ্ধার করে। গ্রেফতারকৃত কামিচুর রহমান (২৬) জালালাবাদ থানাধীন বড়কাফন গ্রামের মৃত জামমেদ আলীর ছেলে।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
এরআগে বুধবার (২৩ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর কমান্ডিং অফিসার লেফট্যান্টে কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে উপ-অধিনায়ক মেজর শওকাতুল মোনায়েম, ও এএসপি ওবাইনসহ র্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি ওবাইন।

