ডায়াল সিলেট ডেস্ক:-

Thank you for reading this post, don't forget to subscribe!

বহুল প্রচারিত দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার ঘটনায় সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাব নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছে।

সাংবাদিক তুহিন হত্যাকান্ডের ঘটনার পরপরই গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে গাজীপুরের এই বর্বরোচিত হামলার ঘটনার নিন্দা জ্ঞাপন ও শোক প্রকাশ করে বলেন, ফুটপাতে কারা চাঁদাবাজি করে তা সবাই জানে।এই হত্যাকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা স্পষ্ট। অবিলম্বে এদের গ্রেফতার করতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে।

দেশের মানুষের দুঃখ দুর্দশা অধিকার নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের যদি এভাবে জীবন দিতে হয় তবে রাষ্ট্রের কল্যান এবং আদর্শ প্রশ্নবিদ্ধ হয়। গতকাল গাজীপুরেই সদর থানার কাছে আনোয়ার হোসেন নামের আরেকজন সাংবাদিকদের সাথে নির্মমতা করেছে সন্ত্রাসীরা। প্রশাসন সেই ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে তুহিনকে এমন নৃশংসভাবে জীবন দিতে হত না।

বিবৃতিতে গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবী জানান।

উল্যেখ্য, ৭ জুলাই সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তায় প্রকাশ্য দিবালোকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। বিকালেই তিনি গাজীপুর চৌরাস্তায় ফুটপাতে চাঁদাবাজি নিয়ে একটি লাইভ করেছিলেন। সন্ধ্যায় তাকে নির্মমভাবে হত্যা করা হলো। দেশের চাঁদাবাজরা কত নৃশংস ও বেপরোয়া হয়ে উঠেছে তার আরেকটি ভয়ংকর দৃষ্টান্ত এটা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *