ডায়েল সিলেট ডেস্ক:
বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান সহ ১০দফা দাবিতে বৃহত্তর জৈন্তিয়ার উন্নয়ন পরষিদরে উদ্যোগে আলোচনা সভা গত বৃহস্পতবিার নগরীর একটি অভিজাত হোটলেরে সম্মলেন কক্ষে অনুষ্টিত হয়ছে।
বৃহত্তর জৈন্তিয়ার উন্নয়ন পরষিদরে আহবায়ক এডভোকটে আব্দুল আহাদরে সভাপতিত্বে ও সদস্য সচিব গোলজার আহমদ হেলালের পরিচালনায় সভায় বক্তব্য রাখনে যুগ্ম আহবায়ক এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি, কানাইঘাটপ্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সিলেটবানীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, যুগ্ম আহ্বায়ক মাওলানা হোসাইন আহমদ, যুগ্ম আহবায়ক ফয়জে আহমদ, যুগ্ম আহবায়ক আসাদুল আলম চৌধুরী, যুগ্ম সচিব এডভোকটে কবির আহমদ, যুগ্ম সচিব মহউিদ্দনি জাকারয়িা, যুগ্ম সচিব শরীফ উদ্দনি, র্অথ সচিব আব্দুর রহমান আল মিসবাহ, দুবাই প্রবাসী ফখরুল আবদেীন, এডভোকটে মামুন রশীদ, হামিদুর রহমান খান খসরু, তাওহিদুল ইসলাম, মোহাম্মদ ফজলে এলাহী, কানাইঘাট থানা কমিটির যুগ্ম আহবায়ক ফাহিম আহমদ, মিসবাহুল ইসলাম চৌধুরী, মিকজানুর রহমান, সুলাইমান রহমান, ইসমাইল মিছবাহ, মোহাম্মদ আবুল কালাম প্রমুখ।
সভায় বক্তারা বলনে, বৃহত্তর জৈন্তিয়ার প্রাকৃতকি সম্পদ ব্যবহার করে সারাদশেরে উন্নয়ন হচ্ছ। অথচ এই জৈন্তিয়ার মানুষ চরমভাবে বৈষম্যর শিকার হয়ে র্দীঘদনি ধরে অবহেলিত রয়ছে। এখানকার গ্যাস নিয়ে সারাদশেরে চহিদা পূরণ করা হলওে জৈন্তিয়ার, কানাইঘাট, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এর মানুষ গ্যাস বঞ্চিত। এ চার উপজলোর রাস্তাঘাটরে বেহাল অবস্থার কোন উন্নতি হচ্ছে না। বৃহত্তর জন্তৈয়িার মানুষরে সাথে বৈষম্য বন্ধ করতে হব। সভায় আগামী ৩১ জুলাই বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেটে নগরীর র্কোটপয়ন্টেে বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান সহ ১০দফা দাবিতে মানববন্ধন র্কমসূচি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।