ডায়াল সিলেট ডেস্ক :: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৬টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!
খান জামালকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান- ২০১৯ সালের একট জ্বালাও-পোড়াও মামলায় আব্দুল আহাদ খান জামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিলো। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, শনিবার বিকালে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে একটি সভায় অংশগ্রহণ করেন আব্দুল আহাদ খান জামাল। সভা শেষে বের হওয়ামাত্র তাকে মুসলিম সাহিত্য সংসদের সামনে থেকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানাপুলিশ।
এর আগে ২০১৫ সালের ২২ নভেম্বর খান জামালকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওইদিন রাত পৌনে ১টার দিকে সিলেট মহানগরের মিরাবাজারস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

