ডায়ালসিলেট ডেস্কঃঃ বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বললেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের যে সব বীর সেনা বাংলাদেশকে স্বাধীন করতে সংগ্রাম করেছেন তাঁদের সম্মানিত করা হবে সারা বছর ধরে। অনেককেই দেওয়া হবে মরণোত্তর সম্মাননা। এদিন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ টুইট করে বাংলাদেশের এই সংগ্রামকে কুর্নিশ জানান।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও তাঁর টুইটারে লেখেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা, সেনাবাহিনী ও ভারতীয় সেনার সম্মিলিত প্রয়াসে বাংলাদেশের স্বাধীনতাপ্রাপ্তি এক ঐতিহাসিক ঘটনা। এদিন বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে কলকাতা ও রাজধানী দিল্লিতে নানা অনুষ্ঠান হচ্ছে। বহু জায়গায় সম্বর্ধিত করা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া জীবিত ভারতীয় সৈনিকদের।

