ডায়ালসিলেট ::
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট বিমানবন্দর থানাধীন লাক্কাতুরা চা বাগানস্থ মান্ডপাড়া এলাকা থেকে ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী, মোবাইলে সেট ও নগদ টাকা উদ্ধার করে। এ ঘটনায় থানায় জুয়া আইনে মামলা দায়ের করে পুলিশ। শুক্রবার (১৮ জুন) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। এরআগে বৃহস্পতিবার (১৭ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জুয়াড়ি পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, বিমানবন্দর থানাধীন লাক্কাতুরা চা বাগানস্থ লোহার পাড়া এলাকার চামু লোহারের ছেলে অজিত লোহার (১৯), একই এলাকার সুনীল লোহারের ছেলে শ্রাবন লোহার (১৮) চাপাতলা এলাকার সেনাব চৌধুরীর ছেলে জুয়েল চৌধুরী সাজন (২৬) ও গোলাপগঞ্জ থানাধীন শ্রীরামপুর এলাকার মৃত মোহন মিয়ার ছেলে আনসার মিয়া (৪২)।
বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি মাঈনুল ইসলাম জাকির। তিনি বলেন, ডিজিটাল পদ্ধতি ওয়াটস্যামের মাধ্যমে জুয়া খেলছে জুয়াড়িরা এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এম/

