নিজস্ব প্রতিবেদক :: বর্তমানে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ১৩ জুলাই থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইন ও মুঠোফোন অ্যাপে বিক্রি করা হবে। সোমবার (১২ জুলাই) রেলওয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!রেলওয়ে বলছে, আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) হতে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল করবে। করোনার কারণে ট্রেনের আসনসংখ্যার অর্ধেক ফাঁকা রাখার সিদ্ধান্ত বহাল আছে। তবে বাকি অর্ধেক আসনের টিকিট অনলাইন ও মুঠোফোন অ্যাপে ১৩ জুলাই থেকে বিক্রি করা হবে। যাত্রীরা আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পারবেন। কেউ টিকিট কিনে ফেরত দিতে চাইলে যথাযথ নিয়মে রিফান্ড করা হবে।
অনলাইন বা কাউন্টারে যেকোনো মাধ্যমে নির্ধারিত কোটার টিকিট অবিক্রীত থাকলে যাত্রার ৪৮ ঘণ্টা আগে অন্য মাধ্যমের কোটায় চলে যাবে। অর্থাৎ কাউন্টারের কোটার টিকিট বিক্রি না হলে স্বয়ংক্রিয়ভাবে তা অনলাইন কোটায় চলে যাবে। একইভাবে অনলাইনের টিকিট কাউন্টারে সরবরাহ করা হবে।
এদিকে করোনাভাইরাস রোধে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত আটদিন শর্তসাপেক্ষে চলমান বিধিনিষেধ শিথিল করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার (১২ জুলাই) তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সুরথ কুমার সরকার স্বাক্ষরিত সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
ডায়ালসিলেট/এম/এ/

