Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: যৌথ বাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৫০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মামলা ও অন্যান্য অপরাধে ৯৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দফতর।
এতে বলা হয়, গ্রেফতারের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ১০টি রামদা, ৪টি ধামা, ৩টি কাঠের বাটযুক্ত দা, ২টি চাইনিজ চাপাতি, এবং একটি করে একনলা বন্দুক, ওয়ান শ্যুটারগান, কার্তুজ, চাইনিজ ছুরি, দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত ছুরি, চাইনিজ কুড়াল এবং দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত কুড়াল উদ্ধার করা হয়।
গত শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত তিন হাজার ৯৮১ জনকে গ্রেফতার করা হলো।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা।
এ ঘটনার পর দেশের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।
