বিনোদন ডেস্ক::মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট মাথায় ওঠার পর থেকেই জান্নাতুল ফেরদৌস ঐশী ঠিক করে রেখেছিলেন সিনেমাতেই অভিনয় করবেন। সুযোগও মিলেছে। এই গ্ল্যামারকন্যার হাতে এখন আছে তিনটি চলচ্চিত্র। ছবিগুলো হলো ‘মিশন এক্সট্রিম’, ‘রাত জাগা ফুল’ ও ‘আদম’। এরমধ্যে ঈদুল ফিতর (২০২১)-এ মুক্তির ঘোষণা দেয়া হয়েছে ‘মিশন এক্সট্রিম’-এর। সম্প্রতি সিনেমাটির ডাবিংও শেষ করেছেন নবাগত এই নায়িকা। মানবজমিনের সঙ্গে আলাপকালে জানালেন, অভিষেকের জন্য প্রতীক্ষার প্রহর গুনছেন। বললেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে তো গতবছরই আমার সিনেমা মুক্তি পেতো।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রথম প্রথম মন খারাপ হয়েছিল। কীভাবে সব কিছু পাল্টে গেল। পরে চিন্তা করলাম করোনার কারণে তো পুরো পৃথিবীর মানুেষরই হিসাব ওলটপালট হয়ে গেছে। হয়তো সামনে ভালো কিছু আমার জন্য আছে। সেই ভালোর অপেক্ষায় আছি। ঐশী আরো জানান তার অভিনীত ‘আদম’-এর শুটিং আর সামান্য একটু বাকি আছে। এ ছাড়া ‘রাত জাগা ফুল’র ব্যাকগ্রাউন্ড মিউজিক, পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। নতুন আরো কিছু সিনেমার প্রস্তাব পেয়েছেন। বললেন, কয়েকটি গল্প শুনেছি। ভালো লেগেছে। কিন্তু এখন পর্যন্ত মিটিং করা বা স্ক্রিপ্ট পড়ার সময় পাইনি। কারণ আমার অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। শেষ হলে স্ক্রিপ্ট নিয়ে বসবো। ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্রী ঐশী। এদিকে বেশ কয়েকটি মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োজিত আছেন তিনি। প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপনসংশ্লিষ্ট কাজও করছেন সিনেমায় অভিনয়ের পাশাপাশি।

