ডায়ালসিলেট ডেস্ক :: বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিকসহ মুক্তি পেয়েছে।সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে বাংলাদেশে সময় শনিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে এ খবর নিশ্চিত করেছে জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপ।
Thank you for reading this post, don't forget to subscribe!
একটি সূত্র জানিয়েছে, হেলিকপ্টার থেকে ডলার ফেলার পরই নাবিকদের মুক্তি দেওয়া হয়েছে। তবে কত ডলার মুক্তিপণ দেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নয় দিনের মাথায় জলদস্যুরা নিজ দেশের উপকূলে নেওয়ার পর তারা মুক্তিপণের জন্য জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের সঙ্গে যোগাযোগ করে। পরে দর-কষাকষির পর জলদস্যুদের সঙ্গে সমঝোতা হলে তারা ছেড়ে দেয়।
উল্লেখ্য, গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে যায়।

