ডায়ালসিলেট ডেস্ক :পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার তিন কর্মকর্তা ও উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার একজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে পুলিশের এ ৪ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাগণ হলেন- পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির বিপিএম-সেবা, পিপিএম-সেবা; ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মীর রেজাউল আলম বিপিএম (বার); নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী মঞ্জুরুল কবির বিপিএম-সেবা, পিপিএম-বার এবং অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) মো. ইমাম হোসেন বিপিএম-সেবা।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।

