ডায়াল সিলেট ডেস্ক: শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন ও বালু বহনের দায়ে গাড়ীর মালিক শামিম মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার ১৭ জুলাই শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান এলাকার লাংলিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন করে ট্রাকযোগে বালু বহনের দায়ে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ কুমার তালুকদার। এ ব্যাপারে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার জানান, উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন করে বাহনে দায় গাড়ীর মালিক শামিম মিয়াকে মোবাইল কোর্ট পরিচালনা কালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়াও ২২’শ ঘনফুট বালু জব্দ করা হয় বলে তিনি জানান। অবৈধ বালু উত্তোলনকারী ও বহনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

