ডায়ালসিলেট ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলামের আমীর শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী। শরীর বেশি দুর্বল হওয়ায় শনিবার রাত সাড়ে আটটায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকী। তিনি বলেন, শনিবার বিকালে হঠাৎ জ্বর ওঠেছিল হুজুরের। কিছুক্ষণ পরে কয়েকবার বমি হয়েছে ওনার। সন্ধ্যার দিকে শারীর বেশি দুর্বল হওয়ায় ওনাকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেয়ার পর ডাক্তার বেশ কয়েকটি পরীক্ষা দিয়েছেন। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।
উল্লেখ্য, আল্লামা বাবুনগরী দীর্ঘদিন ধরে কিডনী ও ডায়াবেটিস জনিত সমস্যায় ভুগছেন।।

