২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সারা বিশ্ব

আইন লঙ্ঘনের জন্য সৌদি আরবে ২৫ হাজার ৫৩৩ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: গত এক সপ্তাহের অভিযানে সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের জন্য ২৫ হাজার ৫৩৩ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সি এ কথা জানিয়েছে।

 

 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সপ্তাহব্যাপী মোট ২১ হাজার ৬৩৮টি আইন লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৯৫৮টি আবাসিক আইন সম্পর্কিত, ৪ হাজার ৫৪০টি সীমান্ত নিরাপত্তা বিধি সম্পর্কিত এবং ৪ হাজার ১৪০টি শ্রম আইন সম্পর্কিত।

 

 

প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টাকারীদের মধ্যে ৫৪ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৪৫ শতাংশ ইথিওপিয়ার এবং ১ শতাংশ অন্যান্য দেশের। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় এবং নিয়োগের সঙ্গে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বর্তমানে দেশটিতে ৩২ হাজার ১৪৯ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন। তাদের মধ্যে ২৯ হাজার ২৬৫ জন পুরুষ এবং ২ হাজার ৮৮৪ জন নারী।